অনিশ্চিত ১৪ মে’র পঞ্চায়েত ভোট

অব্যাহত জটিলতা। অনিশ্চয়তা যেন পিছু ছাড়ছে না রাজ্য পঞ্চায়েত নির্বাচনের। মঙ্গলবার এ সংক্রান্ত এক মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে স্পষ্ট তথ্য না দিয়ে কীভাবে পঞ্চায়েতের নির্ঘন্ট প্রকাশ করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে সিঙ্গেল বেঞ্চ। ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট কোর্ট। ফলে ১৪ মে এর পঞ্চায়েত নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে গেল। মামলার পরবর্তী শুনানি ৪ মে। সেদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চে মামলার শুনানি হবে। সম্ভবত সেদিন নির্বাচনের দিন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। তার আগে রাজ্য নির্বাচন কমিশনকে নিরাপত্তা বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
এর আগে মার্চের ১, ৩ ও ৫ তারিখে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। এরপর ১৪ মে এক দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানায় রাজ্য সরকার। তাতে সম্মতি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। এখন ১৪ মে’র ভোট নিয়েও প্রশ্ন উঠে গেল।

Leave A Reply

Your email address will not be published.