শুক্রবার পৃথক দুই অভিযানে জাল নোট ও গাঁজা উদ্ধার করল এসটিএফ, ধৃত ৪

শুক্রবার দুটি পৃথক অভিযানে ৪ লক্ষ টাকার জাল নোট ও ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে উত্তর কলকাতার বিডন স্ট্রিট-যতীন্দ্র মোহন অ্যাভেনিউয়ের সংযোগস্থলে অভিযান চালায় পুলিশ। তিন দুষ্কৃতী জাল নোট কেনা-বেচা করছিল ওই সময়। হাতেনাতে জাল নোটসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম পরান মণ্ডল, মহেন্দর প্রসাদ ও পাপ্পু প্রসাদ। ধৃতদের বাড়ি মালদা ও বিহারের নালন্দায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ টাকা মূল্যের জাল ২০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবারই কলকাতা রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ট্রাক থেকে প্রায় ৫৮১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। লরির ভেতরে এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ট্রাকের ভেতর গাঁজা রয়েছে। এরপর তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ৫৮১ কেজি গাঁজা উদ্ধার করে।। ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত লখবিন্দর সিংহ দুর্গাপুরের বাসিন্দা।

Comments are closed.