৮, ৯ জানুয়ারি বামেদের ধর্মঘটে টানা চারদিন ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা, নির্দেশিকা নবান্নর

৮ এবং ৯ জানুয়ারি বামেদের ডাকা ধর্মঘটের দিন ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা, নির্দেশিকা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার নবান্ন এই নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে, ধর্মঘটের দু’দিন কোনও ছুটি নেওয়া যাবে না। শুরু তাই নয়, ধর্মঘটের আগে এবং পরে, অর্থাৎ ৭ এবং ১০ তারিখও সরকারি কর্মীরা ছুটি নিতে পারবেন না বলে নির্দেশিকায় বলা হয়েছে। নবান্ন সূত্র খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনও সরকারি কর্মচারী এই সময় ছুটি নিলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে সরকার গড়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাঁরা আর ধর্মঘট, বনধ ডাকবেন না। তারপর থেকে একদিনও ধর্মঘট বা বনধ ডাকেনি তৃণমূল কংগ্রেস। বরং বামেরা যতবারই বনধ বা ধর্মঘট ডেকেছে তারই বিরোধিতা করেছে রাজ্য সরকার। অন্যান্যবার ধর্মঘটের দিন কেউ অফিসে না গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। এবার নবান্ন নির্দেশ দিয়ে জানিয়েছে, টানা চার দিন সরকারি কর্মীরা ছুটি নিতে পারবেন না।

Comments are closed.