সোনার মেয়ে স্বপ্নাকে সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবারই রাজ্যের মুখ উজ্জ্বল করে চলতি এশিয়াডে ইতিহাস গড়েছেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ। দেশের মধ্যে স্বপ্নাই প্রথম অ্যাথলিট যিনি আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় হেপ্টাথলনের মতো কঠিনতম বিভাগে সোনা জিতলেন। এর আগে ব্যাঙ্কক এশিয়াডে দুটি সোনা জিতেছিলেন জ্যোতির্ময়ী শিকদার। ২০০২ সালে বুসান এশিয়াডে সোনা জিতেছিলেন সরস্বতী দে। কিন্তু স্বপা এবার যা করলেন তা কোনও ভারতীয় অ্যাথলিট করতে পারেননি। তাঁর পয়েন্টও নজরকাড়া, সাতটি ইভেন্ট মিলিয়ে মোট ৬০২৬।
কলকাতার চারুচন্দ্র কলেজের পড়ুয়া ২১ বছরের এই মেয়ের সাফল্যে খুশি হয়ে বুধবারই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বপ্নার বাড়িতে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানে তিনি স্বপ্নার পরিবারের সঙ্গে কথা বলে জানান, রাজ্য সরকারের তরফে স্বপ্নাকে ১০ লক্ষ টাকা পুরস্কার ও সরকারি চাকরি দেওয়া হবে।

Comments are closed.