ফের ঘুর্ণিঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে

ফের পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্ব ভারতের মোট ১৩টি রাজ্যে ঘূর্ণি ঝড়সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, মিজোরাম, বিহারসহ একাধি রাজ্যে সোমবার থেকেই এই ঘুর্ণি ঝড় এবং ভারী বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া ধুলো ঝড় এবং মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় রাজস্থান এবং উত্তর প্রদেশের বেশ কিছু জেলা। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। প্রানহানি ঘটে অন্তত ১৩০ জনের। আহত হন ৩০০ এর বেশি মানুষ। তাই এই ধরনের বিপর্যয় এড়াতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সংবাদসংস্থা সূত্রে খবর, দিল্লি, হরিয়ানা, চন্ডিগড়সহ একাধিক রাজ্যে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া। হরিয়ানায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে সোমবার ও মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হল।

Leave A Reply

Your email address will not be published.