‘দু’দেশ থেকেই ভালো খবর পাচ্ছি, আশা করছি উত্তেজনা শেষের পথে’ ট্রাম্পের মন্তব্যে ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনা কমার ইঙ্গিত

ভারত-পাকিস্তান, উভয় পক্ষ থেকেই কিছুটা ভালো খবর পাওয়া গিয়েছে। আশা করছি দ্রুত শেষ হবে উত্তেজনার প্রহর। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে বৈঠকের পর ভিয়েতনামের হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেই তাঁর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কথা। ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি কিছুটা হলেও প্রশমিত হয়েছে। দু’দেশ থেকেই কিছু ভালো খবর আসছে। আর এই মন্তব্যের মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ উত্তেজনা কমারই ইঙ্গিত দিলেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এর আগে পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনাকে ট্রাম্প ‘ভয়াবহ ব্যাপার’ বলে মন্তব্য করেছিলেন। মঙ্গলবার পাক-অধিকৃত অঞ্চলে জৈশ-ই-মহম্মদের ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। দু’দেশের মধ্যে সম্পর্কে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে উত্তেজনার পারদ। এই অবস্থায় আমেরিকা দু’দেশকে সংযত হওয়ার বার্তা দেয়। ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মাঝে সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে ইসলামাবাদকে কড়া পদক্ষেপ নিতে বার্তা দেয় আমেরিকা। বুধবারই জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য ব্রিটেন ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে রাষ্ট্রসঙ্ঘের কাছে দাবি জানিয়েছে আমেরিকা।

Comments are closed.