পাতিদার আন্দোলনে পড়েছিলেন অসুবিধায়, ৪ বছর রাগ পুষে হার্দিক প্যাটেলকে চড় অজ্ঞাত পরিচয়ের

সভামঞ্চে উঠে কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে চড় মারলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শুক্রবার গুজরাতের সুরেন্দ্রনগরে কংগ্রেস জন আক্রোশ সমাবেশের আয়োজন করে। ভাষণ শুরু করতেই, এক ব্যক্তি মঞ্চে উঠে হার্দিকের গালে চড় কষান। সাদা কুর্তা পরা ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান দলীয় কর্মীরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হার্দিক প্যাটেল।
কিন্তু কেন হার্দিককে চড় মারলেন ওই ব্যক্তি? সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, হার্দিকের নেতৃত্বে পাতিদার আন্দোলন চলার সময় তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। কিন্তু আন্দোলনের জন্য সে সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল তাদের। সেই সময় থেকেই হার্দিকের সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র জিভিএল নরসিংহ রাওকে জুতো ছুঁড়ে মেরেছিলেন শক্তি ভার্গব নামে এক চিকিৎসক। শুক্রবার কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলের আক্রমণের প্রেক্ষিতে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলের প্রতিক্রিয়া, শাসক দলের বিরোধিতা করলেই নানা সমস্যায় পড়তে হচ্ছে। গুজরাতের এদিনের ঘটনা তারই প্রমাণ।

Comments are closed.