উত্তর প্রদেশের ডিজির ভুয়ো টুইটার অ্যাকাউন্ট বানাল দশম শ্রেণীর ছাত্র, নাজেহাল পুলিশ

উত্তর প্রদেশ পুলিশের ডিজি ওম প্রকাশ সিংহের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট বানিয়ে শোরগোল ফেলে দিল দশম শ্রেণীর এক পড়ুয়া। গোরক্ষপুর জেলার ওই ছাত্রটি পুলিশকে রীতিমত বোকা বানিয়ে টুইটার অ্যাকান্টটি ব্যবহার করছিল। ওই কিশোর ছাড়াও তার এক বন্ধু এই ঘটনার সঙ্গে জড়িত। ছাত্রটিকে পুলিশ আটক করেছে। জেরায় ওই ছাত্র পুলিশকে জানায়, শুধুমাত্র হতাশা থেকেই সে এই কাণ্ড ঘটিয়েছে। তার দাদাকে প্রায় ৪৫০০০ টাকা প্রতারণা করে এক ব্যক্তি। অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই পুলিশের ওপর রাগে সে একাজ করেছে। ভুয়ো টুইটার অ্যাকাউন্ট বানিয়ে ডিজি ওম প্রকাশ সিংহের নাম করে একের পর এক টুইট করতে থাকে সে। ডিজির নির্দেশ মনে করে উত্তর প্রদেশ পুলিশও তা মেনে কাজ করতে থাকে। তবে কিছুদিনের মধ্যেই সন্দেহ হয় পুলিশের সিনিয়র অফিসারদের। তাঁরা খোঁজ নিতে গিয়ে সামনে আসে ওই পড়ুয়ার কীর্তি।
উত্তরপ্রদেশের ডিজি জানিয়েছেন, ইতিমধ্যেই পুরো বিষয়টি সাইবার ক্রাইম বিভাগে জানানো হলেও, ওই দুই কিশোরের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। জেরার মুখে ওই ছাত্রটি আরও জানিয়েছে, তার গ্রামের অন্য একটি ছেলের সঙ্গে কথা বলে পুলিশকে নাজেহাল করার এই আইডিয়া তার মাথায় আসে। টুইটার প্রোফাইল বানিয়েছিল অন্য এক বন্ধুর মোবাইল ফোন ব্যবহার করে। জানা গিয়েছে, ওই কিশোরের দাদাকে দুবাইতে চাকরি দেওয়ার নাম করে ৪৫০০০ হাজার টাকা প্রতারণা করা হয়। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে চলা এই চক্রের চাঁইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩০০০০ টাকা। বাকি টাকা যত দ্রুত সম্ভব উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.