চার বছরের সন্তানের মা, হরিয়ানার অনু কুমারী ইউপিএসসি পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয়।

প্রথমবার পারেননি। দ্বিতীয়বারের চেষ্টায় একেবারে গোটা দেশে দ্বিতীয়, ইউপিএসসি পরীক্ষায় সবাইকে চমকে দিলেন হরিয়ানার অনু কুমারী। মহিলাদের মধ্যে তাঁর স্থান প্রথম। ৩১ বছর বয়সী হরিয়ানার সোনাপতের বাসিন্দা অনুর চার বছরের একটি শিশু সন্তান আছে। অনুর এই সাফল্যে উচ্ছসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। এক টুইট বার্তায় খট্টার জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে হরিয়ানাকে গর্বিত করেছেন অনু কুমারী। অনুর এই অভাবনীয় সাফল্যে তাঁর গ্রাম সোনাপত জুড়ে এখন উৎসবের মেজাজ। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই টপার জানিয়েছেন, পরীক্ষা ভালো দিয়েছিলেন, ভালো ফলের আশা ছিল। তবে এতটা আশা করেননি। তিনি সাংবাদিকদের আরও জানান, ভারতবর্ষের এমন একটা গ্রাম থেকে তিনি আইএএস হওয়ার স্বপ্ন দেখেছিলেন, যে গ্রামে কোনও সংবাদপত্র পৌছয় না। প্রশিক্ষণের জন্য নির্ভর করতে হয়েছিল অনলাইন মেটিরিয়ালের ওপর।
উচ্ছসিত অনু জানান, চার বছরের সন্তানের যাবতীয় দেখাশোনা, সংসারের সব কাজ করেও তিনি ১০ থেকে ১২ ঘন্টা সময় বের করে নিতেন প্রস্তুতির জন্য। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতক স্তরের পড়া সম্পুর্ণ করেছেন তিনি। আইএমটি নাগপুর থেকে এমবিএ।

Leave A Reply

Your email address will not be published.