ভারত সরকারের ৫০০টির বেশি ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে, ধৃত দুই কাশ্মীরি যুবক

ভারত সরকারের ৫০০ টির বেশি ওয়েবসাইট হ্যাকিং এবং তাতে বিদ্বেষমূলক পোস্ট করার জন্য দুজন কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত দুই যুবকের নাম আদিল তেলি (২৩) এবং শাহিদ মাল্লা (২৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই সোস্যাল সাইটসে ভারত বিদ্বেষী প্রচার চালিয়ে আসছিল এই দুজন যুবক। দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার কে.পি.এস মালহোত্রা জানিয়েছেন,’দেশদ্রোহিতা এবং তথ্যপ্রযুক্তি আইন ভাঙার জন্য দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মোবাইল ফোন, সিমকার্ড ও মেমরি ডিভাইস ইত্যাদি উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে। সাইবার সেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাশ্মীরে একাধিক হ্যাকিং গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল এই দুই যুবক। সূত্রের খবর,পাকিস্তানের হ্যাকারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলত ধৃতেরা। ধৃত দুই হ্যাকার আদিল তেলি ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্সের এবং মাল্লা বি-টেক দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.