ভোটের মুখে যখন বাংলা সিনেমার তারকারা রাজনীতি মুখী হচ্ছেন তখন উল্টো পথে হাঁটলেন অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক চিরঞ্জিৎ। দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে অব্যাহতি চাইলেন তিনি।
অভিনেতার তৃণমূল ত্যাগের খবর প্রকাশে আসতেই তাঁর দলবদলের জল্পনা দেখা দেয়। জল্পনা নস্যাৎ করে চিরঞ্জিৎ জানান, তিনি তাঁর জগতে ফিরে যাবেন। অর্থাৎ অভিনয়, পরিচালনার কাজেই তিনি ফিরে যেতে চান। তিনি আরও বলেন, তাঁর অনেক বয়েস হয়েছে, নতুনদের জায়গা ছেড়ে দিতেই তাঁর এই সিদ্ধান্ত।
[আরও পড়ুন- নুসরতের বন্ধু যশ দাশগুপ্ত যোগ দিচ্ছেন বিজেপিতে!]
যদিও তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।