প্রবল তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে মর্নিং স্কুল করার নির্দেশিকা শিক্ষা দফতরের

তীব্র গরম। নাজেহাল অবস্থা আমজনতার। এরমধ্যে খুব বেশি দরকার না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু নিয়মিত স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। সেইকারণে তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর। সোমবারই একটি নির্দেশিকা জারি করে প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি সকালে চালু করার কথা বলা হয়েছে।

কিন্তু, কোনওভাবেই পঠন পাঠনের কোনও ক্ষতি যেন না হয় সেইদিকে নজর রাখার কথা বলা হয়েছে। এই মর্মে জেলাশাসক, স্কুল পরিদর্শকদের কাছে একটি চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। প্রবল তাপপ্রবাহে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার কথা বলেছে রাজ্য সরকার।

সকালে স্কুল খোলা না হলে প্রবল তাপপ্রবাহে স্কুলগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, স্বাস্থ্য অফিসারের সঙ্গে আলোচনা করে তা ঠিক করার কথা বলা হয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়। গরম মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের গাইডলাইন মেনে চলার কথাও বলে হয়েছে। কোনও স্কুল সকালে পঠনপাঠনের ব্যবস্থা করতে না পারলে, সে-ক্ষেত্রে গরম থেকে রক্ষা পেতে পড়ুয়াদের কী কী করতে হবে এবং স্কুলকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বাস্থ্য অফিসারের সঙ্গে আলোচনা করে তা ঠিক করতে হবে, এমনই উল্লেখ রয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়।

Comments are closed.