দৈনিক জাগরণের বিরুদ্ধে অভিযোগ সাংসদ ঋতব্রতর

ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজ্যে অশান্তি ছড়ানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরণের বিরুদ্ধে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ওয়েব নিউজ পোর্টাল cobrapost.com স্টিং অপারেশন করে দেশের একাধিক সংবাদপত্রের পদাধিকারীদের। ওয়েব নিউজ পোর্টালের দাবি, স্টিং অপারেশনে সংবাদপত্রের পদাধিকারীরা টাকার বিনিময় ধর্মীয় উস্কানিমূলক খবর প্রকাশের কথা স্বীকার করেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলার জন্য দৈনিক জাগরণের এরিয়া ম্যানেজার cobrapost.com এর সাংবাদিককে নানা পরামর্শও দেন। এই বিষয় উল্লেখ করে দৈনিক জাগরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ঋতব্রত চিঠি দেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ায়।

Leave A Reply

Your email address will not be published.