কর্ণাটকের সদস্যপদ বাতিল হওয়া ১৭ বিধায়কের ১৬ জনই যোগ দিলেন বিজেপিতে, উপনির্বাচনের আগে শক্তি বাড়াল বিজেপি

কর্ণাটকের বিধায়কের সদস্যপদ খারিজ হওয়া ১৭ জনের মধ্যে ১৬ জনই যোগ দিলেন বিজেপিতে, একমাত্র বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক রোশন বেগের বিজেপিতে যোগ নিয়েও চূড়ান্ত নাটক।
বুধবারই কর্ণাটকের ১৭ বিধায়কের সদস্যপদ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে আগামী ৫ ডিসেম্বরে উপনির্বাচনে তাঁদের লড়তে কোনও বাধা নেই বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। রায়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, কংগ্রেস ও জেডিএস মিলিয়ে ১৬ জন ‘ডিসকোয়ালিফায়েড’ বিধায়কই যোগ দিলেন গেরুয়া শিবিরে। অবশ্য তাঁরা যে বিজেপিতে যোগ দিচ্ছেন সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন বি এস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার কর্ণাটকের শিবাজিনগরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক রোশন বেগ ছাড়া ১৬ জনই বেঙ্গালরুর বিজেপি পার্টি অফিসের অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁরা।
গত জুলাই মাসে কংগ্রেসের ১৪ এবং জেডিএসের ৩ বিধায়কের বিদ্রোহের জেরে জনতা দল সেকুলার (জেডিএস)- কংগ্রেস জোট সরকারের পতন হয়। ক্ষমতায় আসে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপি সরকার। পরে ওই বিক্ষুব্ধ বিধায়কদের সদস্যপদ খারিজের কথা জানিয়েছিলেন তৎকালীন স্পিকার কে আর রমেশ। বুধবার সুপ্রিম কোর্টও ওই বিধায়কদের সদস্যপদ খারিজের সদ্ধান্তই বহাল রাখে। তবে ভোটে লড়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়। এই রায়ের পর বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিলেন ১৬ বিধায়ক।
সদ্য বিজেপিতে আসা কংগ্রেসত্যাগী এক প্রাক্তন বিধায়ক বলেন, আগের সরকার যেভাবে এগোচ্ছিল তাতে বাধ্য হয়েই আমরা পদত্যাগ করি। তখন থেকেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। তবে কংগ্রেসের ৭ বারের বিধায়ক রোশন বেগের অনুপস্থিতি রহস্য বাড়াচ্ছে। গত ১০ জুলাই তাঁর পদত্যাগের আগেই দলবিরোধী কার্যকলাপের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার হন রোশন বেগ। তখন থেকেই তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা চলছিল। কর্ণাটকের বিজেপি নেতৃত্ব রোশন বেগের বিজেপি যোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। রাজনৈতিক মহল মনে করছে, উপনির্বাচনের মুখে দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস বিধায়ককে দলে নেওয়ার ব্যাপারে ইচ্ছে করেই গড়িমসি করছে ইয়েদুরাপ্পার দল।

Comments are closed.