সারদা মামলায় ফের তৎপরতা সিবিআইয়ের, জেরা আইপিএস অফিসার অর্ণব ঘোষকে

সারদা কাণ্ডে আইপিএস অফিসার অর্ণব ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সারদা কাণ্ড নিয়ে অর্ণব ঘোষকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। সিবিআই সূত্রে খবর, বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ কার নির্দেশ মাফিক কাজ করতেন তাও জানতে চাওয়া হয় এদিন। এর আগেও সিজিও কমপ্লেক্সে ডেকে আইপিএস অফিসার অর্ণব ঘোষকে জেরা করেছে সিবিআই। তবে সারদা মামলায় বেশ কিছু নিচুতলার অফিসারদের জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য পেয়েছে সিবিআই বলে খবর। তাছাড়া সারদা মামলায় উধাও হওয়া লাল ডায়েরি ও হার্ড ডিস্কের খোঁজে বহুদিন ধরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এবার সেই সূত্র ধরে অর্ণব ঘোষকে ফের জেরা করল সিবিআই।
প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকে সারদা, রোজভ্যালি সহ একাধিক চিট ফান্ড মামলার তদন্তে অতি সক্রিয় হয়েছে সিবিআই ও ইডি। গত কয়েক মাসে শতাব্দী রায়, মদন মিত্র, লক্ষণ শেঠের মতো রাজনৈতিক নেতা থেকে প্রসেনজিৎ, ঋতুপর্ণার মতো সেলেবকেও চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কালীপুজোর পরে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন বর্তমান ডিসি (বন্দর) ওয়াকার রাজা। আইপিএস অফিসার দময়ন্তী সেনের সঙ্গেও কথাবার্তা বলেন সিবিআই অফিসাররা।

 

Comments are closed.