চলতি মাসেই বাবুঘাটের বাস স্ট্যান্ড সরিয়ে দিতে হবে, নির্দেশ পরিবহন দফতরের 

১৪ দিনের মধ্যেই বাবুঘাটের বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার ফের একবার বাস সংগঠনগুলোকে নির্দেশ দিল পরিবহন দফতর। ১৪ দিন অর্থাৎ আগামী ২০ নভেম্বরের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। কলকাতার আঞ্চলিক পরিবহন দফতরের সচিবের তরফে এমনটাই নির্দেশ গিয়েছে বলে খবর। 

এর আগেও এপ্রিল মাসে একবার বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল পরিবহন দফতর। তখনও তা কার্যকর হয়নি। এবার বাস সংগঠনগুলোর তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার। 

বাবুঘাটের বাস স্ট্যান্ডের কারণে ময়দান এলাকা, ভিক্টরিয়া সহ একটা বড় অংশের বায়ু দূষিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই পরিবেশ রক্ষা সংগঠনগুলো এমনটা অভিযোগ করে আসছে। অনেকে দিন ধরে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য পরিবহন দফতর। সে কারণে সাঁতরাগাছিতে অনেক দিন আগেই একটি বাস টার্মিনান্স তৈরি করে দেওয়া হয়েছে। যদিও তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। এদিকে বাস সংগঠনগুলোর দাবি, এভাবে নির্দেশিকা জারি করলেই বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়া না। তাদের সঙ্গে পরিবহন দফতরকে বৈঠকে বসতে হবে। আলোচনার মাধ্যমেই সমাধানের দাবি জানিয়েছে প্রাইভেট বাসের মালিক সংগঠনগুলো। 

Comments are closed.