ঝড়-বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ, WBSEDCL-এর তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম, জেনে নিন

মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

এই মরশুমের প্রথম ঝড়-বৃষ্টি হয়েছে  সোমবার। ঝড়-বৃষ্টিতে অনেক জায়গায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। কোনও কোনও জায়গায় উড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। শুক্রবারও অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSEDCL) র তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন এলাকার জন্য আলাদা আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমে ফোন করে জেনে নেওয়া যাবে এলাকায় বিদ্যুৎ না থাকার কারণ। কখন মিলবে পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য।

বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার জন্য আলাদা নম্বর খোলা হয়েছে।

বেহালা (033)2480-8368

গড়িয়া (033)2436-6383

বারুইপুর (033)2433-8288

ডায়মন্ড হারবার 3174257446

বিধাননগর-১ (033)2337-4003

বিধাননগর-২ (033)2576-7258

উলুবেরিয়া 2661-0464

সিঙ্গুর 2630-0829

মোগরা 26844211

বর্ধমান 0342-2662437

মেমারি 3422719258

দুর্গাপুর 0343-2546165

আসানসোল 0341-2284811

কাটোয়া 3453255296

তারকেশ্বর 3212277734
আরামবাগ 03211-256186
হাওড়া-১ (033)2637-6469

হাওড়া-২ (033)2670-8023

ব্যারাকপুর (033)2592-0604

নৈহাটি (033)2581-2256

বারাসত (033)2552-1788

বসিরহাট 03217-269318

শ্রীরামপুর (033) 2632-6138

চন্দননগর (033)2683-5814

কালনা 03454-255902

তেহাট্টা 3471250288

বহরমপুর-১ 3482224520

বহরমপুর-২ 3482252794

বাঁকুড়া 3242250760

বিষ্ণুপুর 3244254986

পুরুলিয়া 3252222209

কল্যাণী (033) 2582-8156

কৃষ্ণনগর 3472272039

সিউরি 3462258195

রামপুরহাট 3461255334

খড়গপুর 3222225257

ঘাটাল 3225255382

তমলুক 3228266165

মেদিনীপুর 3222263850

কন্টাই 3220255080

মেমারি 0342-2260926

হলদিয়া 32242751961

 

উত্তরবঙ্গের ক্ষেত্রে

মালদা 3512253437

উত্তর দিনাজপুর 3523252571

দক্ষিণ দিনাজপুর 3522255532

জলপাইগুড়ি 3561230694

আলিপুরদুয়ার 3564255582

কোচবিহার 3582222375

শিলিগুড়ি টাউন 0533-2542863

শিলিগুড়ি সুবারবন 3532581005

কার্সিয়ং 0354-2344463

দার্জিলিং জেনারেল 0354-2258138

Comments are closed.