ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ! যুবভারতী পরিদর্শন করলেন ম্যানচেস্টারের প্রতিনিধিরা

ইস্টবেঙ্গল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ কলকাতায় হবে কিনা তা সময়ই বলবে। তবে তা আয়োজন করতে যে কোমর বেঁধে নেমেছেন লাল-হলুদ কর্তারা, তা পরিষ্কার। কলকাতায় চলে এলেন ম্যানচেস্টার ইউনাইটেডের চার প্রতিনিধি। তাঁরা ঘুরে দেখলেন সল্টলেক স্টেডিয়াম এবং স্টেডিয়াম সংলগ্ন কয়েকটি পাঁচতারা হোটেল। তার আগে তাঁরা দেখে এসেছেন বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামও। সেই স্টেডিয়াম দেখে তাঁরা খুশি না হলেও, যুবভারতী দেখে বেশ খুশি ম্যান ইউ কর্তারা। স্টেডিয়াম, মাঠ, ড্রেসিংরুম সব ঘুরে দেখেন তাঁরা। যুবভারতীর পরিকাঠামো থেকে বেশ সন্তুষ্ট তাঁরা। দুপুর সাড়ে ১২ টা নাগাদ যুবভারতীতে আসে এই প্রতিনিধি দল। মোবাইল ফোনে স্টেডিয়ামের বিভিন্ন অংশের ছবি তোলেন তাঁরা।
এবার তাঁরা ফিরে গিয়ে যুবভারতী পরিকাঠামো নিয়ে আলোচনা করবেন ম্যানচেষ্টারে শীর্ষ কর্তাদের সঙ্গে। এই মাঠ, স্টেডিয়াম তাঁদের পছন্দ হলে তারপর পরবর্তী কথা এগোবে ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল কর্তার আশাবাদী, জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গল ম্যাচ আয়োজন করে ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস তৈরি করবেন তাঁরা। ম্যাচ আদৌ হবে কিনা তা সময় বলবে। তবে ম্যানচেস্টার কর্তাদের যে যুবভারতীর মাঠ বেশ পছন্দ হয়েছে, তা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকতে পারেন ইস্টবেঙ্গল সর্মথকরা। তবে এই ম্যাচ আয়োজন করতে প্রায় ২০ কোটি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে সেই নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল কর্তারা।

 

Comments are closed.