পড়ূয়াদের তীব্র আন্দোলনের জেরে জেএনইউয়ে বর্ধিত হস্টেল ফি প্রত্যাহার

তীব্র বিরোধিতার জেরে জেএনইউয়ে বর্ধিত হস্টেল ফি প্রত্যাহার করে নিল কর্তৃপক্ষ। কিছুদিন আগেই নজিরবিহীন হারে জেএনইউয়ের হস্টেল ফি বৃদ্ধি করা হয়েছিল। জেএনইউয়ের হস্টেলের এক বেডের রুমে থাকতে আগে যেখানে একজন পড়ুয়াকে দিতে হত ২০ টাকা, নতুন নিয়মে তা বাড়িয়ে করা হয় ৬০০ টাকা। একইভাবে দুই বেডের রুমের ভাড়া যেখানে ছিল ১০ টাকা, তা বেড়ে হয় ৩০০ টাকা। আগে পড়ুয়াদের সার্ভিস চার্জ বাবদ কোনও টাকা দিতে হত না। কিন্তু নতুন নিয়মে ১৭০০ টাকা সার্ভিস চার্জ হয়। এককালীন মেস সিকিউরিটি (ফেরতযোগ্য) হিসেবে আগে পড়ুয়ারা দিতেন ৫৫০০ টাকা করে। তা করা হয় ১২ হাজার টাকা।
এই ব্যাপক ফি বৃদ্ধির প্রতিবাদে তীব্র আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তাল হয়ে ওঠে জেএনইউ চত্বর। আন্দোলন দমাতে পুলিশ পড়ুয়াদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। কিন্তু ছাত্র-ছাত্রীরা পিছু হঠেননি। শেষ পর্যন্ত পিছু হঠল কর্তৃপক্ষ। বর্ধিত হস্টেল ফি প্রত্যাহার করে নেওয়া হল। বুধবার বিকেলে জেএনইউয়ের এক্সিকিউটিভ কমিটি জানিয়ে দেয়, বর্ধিত ফি প্রত্যাহার করা হচ্ছে।

 

Comments are closed.