বিজেপি-তৃণমূলকে রুখতে ১৭ টি ওয়ার্ড ‘অন্যের’ ভরসায় ছেড়ে ১২০ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের
কয়েকটি ওয়ার্ডে দল শক্তিশালী নয়, সেগুলোতে প্রার্থী না দিয়ে অন্য কেউ লড়লে তাকে সমর্থন করবে বামফ্রন্ট। শুক্রবার বামেদের তরফে প্রার্থী তালিকা প্রকাশ করে এমনটাই জানানো হল সংবাদ মাধ্যমে। ছেড়ে রাখা ১৭ টি ওয়ার্ডে কংগ্রেস, আইএসএফ যে দলই প্রার্থী দেবে তাদের সমর্থন করবে বামফ্রন্ট। এমনকী ওই ওয়ার্ডগুলিতে কোনও বিশিষ্ঠ ব্যক্তি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালে তাঁকেও সমর্থন করা হবে বলে জানিয়েছে বামেরা। কলকাতা পুরভোট বামফ্রন্ট যে ওয়ার্ডগুলিতে লড়ছে না সেগুলি হল, ২২, ৪৩, ৪৫, ৪৭,৪৯,৫০,৫৩,৫৮,৬১,৬২,৮৬,৮৯,১১৯,১৩৪,১৩৫,১৩৭,১৪২। বাকি কয়েকটি ওয়ার্ডে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাম নেতা।
এদিন প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি তৃণমূল-বিজেপিকে একত্রে আক্রমণ শানিয়েছে বাম নেতৃত্ব। তৃণমূলের আগে প্রার্থী তালিকা প্রকাশ করে এদিন শাসক শিবিরকে কটাক্ষে বিঁধেছেন বাম নেতা। তাঁর কথায়, তৃণমূলে কে প্রার্থী হবে, কার নাম বাতিল যাবে এসব নিয়ে কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে ইতিমধ্যেই ওঁদের দলের নেতাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ শুরু হয়ে গিয়েছে। যার প্রভাব গিয়ে পড়ছে নবান্নে, তৃণমূল ভবনে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের আগে আমরা প্রার্থী তালিকা প্রকাশ করতে পেরেছে। একই সঙ্গে পদ্ম শিবিরকে আক্রমণ শানিয়ে বাম নেতার মন্তব্য, বিজেপি নৈব নৈব চ। আর একই সঙ্গে তৃণমূলকে হারাতে না পারলে বর্তমান অবস্থার পরিবর্তন হবে না, দাবি বামেদের।
Comments are closed.