জেএনইউয়ে ছাত্র সংগঠন বামপন্থীদের দখলে, সভাপতি বাংলার ঐশী ঘোষ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় পেল বামপন্থীরা। শুক্রবার ছিল জেএনইউয়ে ছাত্র সংসদ নির্বাচন। শনিবার থেকেই শুরু হয় গণনা। গণনার শুরু থেকেই সমস্ত আসনে এগিয়ে ছিলেন বামপন্থীরা প্রার্থীরা। সভাপতি, স হ সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক, সবকটি গুরুত্বপূর্ণ পদেই বামপন্থী প্রার্থীরা বিপুল ভোট পেয়ে জিতেছেন। সভাপতি পদে বাম প্রার্থী ঐশী ঘোষ পেয়েছেন ২৩১৩ টি ভোট। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি প্রার্থী পেয়েছেন ১১২৮ টি ভোট। সহ সভাপতি পদে বাম প্রার্থী সকেট মুন পেয়েছেন ৩৩৬৫ টি ভোট। এবিভিপি প্রার্থী পেয়েছেন ১৩৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বাম প্রার্থী সতীশ যাদব পেয়েছেন ২৫১৮ ভোট, এবিভিপি পেয়েছে ১৩৫৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে বাম প্রার্থী মহম্মদ দানিশ পেয়েছেন ৩২৯৫ ভোট, এবিভিপি পেয়েছে ১৫০৮ ভোট।
গত কয়েক বছর ধরেই জাতীয় রাজনীতিতে বারবার চর্চায় এসেছে জেএনইউ। কেন্দ্র বিরোধী আওয়াজ উঠেছে জেএনইউ থেকে। বারবার হয়েছে আন্দোলন। দেশের এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করতে মরিয়া হয়েছে বিজেপির ছাত্র সংগঠন। কিন্তু এবারও জেএনইউয়ের ছাত্র সংসদ দখলে রাখল বামপন্থীরাই।

Comments are closed.