বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে গোপন বৈঠকে বসেছেন লকেট চ্যাটার্জি। সোমবার রাজ্য বিজেপির এক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে।
কলকাতার এক গোপন জায়গায় আজ দুপুর দুটো থেকে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির দুই সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি। এছাড়াও তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে রয়েছেন, বিজেপি নেতা সায়ন্তন বসু, রাজু ব্যানার্জিরা। রাজু এবং সায়ন্তন দু’জনেই নতুন কমিটিতে জায়গা পেলেও তাঁদের এই বৈঠকে উপস্থিত ঘিরে বাড়তি জল্পনা দানা বেঁধেছে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডের ভোটের দায়িত্ব দীর্ঘদিন সেখানে ছিলেন লকেট। সম্প্রতি সেখান থেকে ফিরে এসেই পুরভোটে দলের খারাপ ফল নিয়ে বোমা ফাটান লকেট। পুরভোট নিয়ে পর্যালোচনা বৈঠকেও লকেট মন্তব্য করেন, শুধু সন্ত্রাসের অভিযোগ তুললেই হবে না। নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে। যা নিয়ে বিজেপি সাংসদকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। আর এসবের মধ্যেই লকটের গোপন বৈঠক ঘিরে নতুন করে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে।
Comments are closed.