পায়ে চোট পেয়েছেন। নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মমতা। আগামী কাল কলকাতায় ফেরার কথা ছিল তৃণমূল নেত্রীর। চোট পাওয়ার জন্য আজই ফিরছেন অসুস্থ নেত্রী। মমতার অভিযোগ, চক্রান্ত করে তাঁকে কয়েকজন ধাক্কা মেরেছেন। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ এই ঘটনার সময় কোনও পুলিশ ছিল না আশেপাশে।
জানা গিয়েছে, শিব মন্দির থেকে নন্দীগ্রাম ভাড়া নেওয়া রেয়াপাড়ার বাড়ির দিকে ফিরছিলেন মমতা। সেই সময় কেউ বা কারা তাঁকে পিছন থেকে ধাক্কা দেয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মুখ থুবড়ে পড়ে যান। পা ছড়ে যায় মমতা ব্যানার্জির, তাঁর মাথায়ও আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। মমতা ব্যানার্জিকে পাঁজাকোলা করে গাড়িতে তোলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। মমতার অভিযোগ স্থানীয় পুলিশের দেখা মেলেনি।