মাধ্যমিক পরীক্ষার দিনই অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে গোর্খাল্যান্ডপন্থীরা। আর মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বনধ নিয়ে যে তিনি কড়া বার্তা দেবেন তা প্রত্যাশিতই ছিল। এদিন শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, কেউ যদি মনে করে বনধ ডেকে ক্ষমতা দেখাবে, তাহলে আমি স্পষ্ট বলে যাচ্ছি কোনও বনধ হবে না। বঙ্গভঙ্গের দাবির বিরোধিতা করেও এদিন ফের একবার গর্জে উঠেছেন মমতা ব্যানার্জি। সাফ বলেন, কোনও বঙ্গভঙ্গ হবে না। যারা ভাঙার চেষ্টা করবে তাদের মোহভঙ্গ হবে। পাহাড়ে অশান্তি হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ।
দীর্ঘ ৬ বছর পর পাহাড়ে বনধ ডেকেছে আন্দোলনকারীরা। যদিও জরুরি পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বাসগুলোকে বনধের বাইরে রাখা হয়েছে। যেহেতু এদিন মাধ্যমিক শুরু হচ্ছে। তাই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিন সে প্রসঙ্গেও অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, আন্দোলনের অধিকার সবার আছে। তবে আইনশৃঙ্খলার কোনও অবনতি বরদাস্ত করা হবে না। আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেউ যদি পরীক্ষা দিতে না পারে তার দায়িত্ব কার থাকবে?
Comments are closed.