সাদা নীল রংয়ের কারণেই স্বাস্থ্যখাতে বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের তরফে বারম্বারই এই অভিযোগ আনা হয়েছে। বিতর্কের মাঝেই স্বাস্থ্যখাতে কেন্দ্রের বরাদ্দ অর্থ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক। নইলে প্রকল্প চালাতে রাজ্যকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
পরিসংখ্যান বলছে রাজ্যে ৬৫টি ব্লক ও ২৮টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে রাজ্যের কত খরচ হয়েছে তা ছয় মাস আগেই স্বাস্থ্যমন্ত্রককে পাঠিয়েছে রাজ্য। অন্যান্য রাজ্য যেমন তেলেঙ্গানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর-সহ ১৩টি রাজ্যকে ২০২২-২৩ অর্থবর্ষ শেষ হওয়ার আগেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের প্রাপ্য ৮২৬.৭২ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। একই সঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের বকেয়া তিন হাজার কোটি টাকাও আটকে রাখার অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রগুলোর রং নীল সাদা হওয়ায়তেই টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
এসব নানান দাবি নিয়েই এদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। রং বিচার না করে রাজ্যের মানুষের প্রাপ্য অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী।
Comments are closed.