বিজেপির কাছ থেকে গণতন্ত্রের পাঠ নেওয়ার দরকার নেই, মোদীকে জবাব মমতার

গত ১ লা জানুয়ারি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। বিজেপি কর্মীদের খুন হতে হচ্ছে শাসক দলের হাতে। প্রধানমন্ত্রীর সেই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বীরভূমের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে বিজেপি মানুষের সাধারণ অধিকার খর্ব করছে, যাদের জন্য দেশে হাজার হাজার কৃষককে আত্মহত্যা করতে হয়, তারা আবার গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে! পাশাপাশি বিজেপির হিন্দুত্বের স্লোগানকেও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র ৩০ বছর আগে জন্ম যে দলের, তারা আবার হিন্দু ধর্ম শেখাচ্ছে। হিন্দু ধর্মের বয়স কয়েক হাজার বছরের। যে মাটিতে মা দুর্গার পুজো হয় তাদের রামের নাম করে ঠকানো সম্ভব নয়। বিজেপির কাছ থেকে তাঁর হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান শোনার দরকার নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মাথায় ফেট্টি বেঁধে, অস্ত্র হাতে দেশের মানুষকে ধর্ম শেখানো যায় না। দেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট করছে বিজেপি। দেশ একটি বৃহত্তর পরিবার, সেই পরিবারে উস্কানি দিয়ে বিভেদ লাগাতে চাইছে বিজেপি। মমতা বলেন, দাঙ্গা হলে কেউ বাঁচবে না।

Comments are closed.