গ্রেফতার মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়, পরে জামিন

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরে বেআইনি জমায়েতের অভিযোগে গ্রেফতার তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। মেয়রের অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেফতার করে রবীন্দ্র সরবোর থানার পুলিশ। কয়েক মাস ধরেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায়ের। তা নিয়ে বিস্তর জল ঘোলাও হয়েছে। এর আগেও অভিযোগ-পাল্টা অভিযোগ থানা পর্যন্ত গড়িয়েছে।


মেয়ের বিদেশ যাওয়ার ভিসার চিঠিতে স্বাক্ষর করছেন না মেয়র, এই অভিযোগে বৃহস্পতিবার রাত থেকে শোভন চট্টোপাধ্যায়ের গোল পার্কের ফ্ল্যাটের বাইরে অবস্থান শুরু করেন রত্না। কিন্তু মেয়র জানিয়েছেন, মেয়ের ভিসার চিঠিতে তাঁর স্বাক্ষর করতে তাঁর কোনও আপত্তি নেই, কিন্তু চিঠিতে ঠিকানা ভুল থাকায় তিনি তা করেননি। মেয়রের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে তাঁর বাড়ির সামনে বেআইনি অবস্থান করছেন রত্না চট্টোপাধ্যায়। এরপরই মেয়রের অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই অবশ্য জামিন পেয়ে যান মেয়র পত্নী। এদিন জামিন পেয়ে পাল্টা মেয়রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়।

Leave A Reply

Your email address will not be published.