সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু এ রাজ্যে এসে উন্নয়ন স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে থমকে যাচ্ছে। এ রাজ্যে সেই স্পিড ব্রেকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির জনসভায় এভাবেই মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি একই সুরে আক্রমণ জারি রাখলেন কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধেও। বললেন, চৌকিদারের হাতে রাজ্যের ভার দিন। বদলে যাবে বাংলার ছবিটাই। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসকে এক সারিতে রেখে মোদীর অভিযোগ, এই দলগুলি দারিদ্র নিয়ে রাজনীতি করে। তাঁর শাসনে দেশের গরীব মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে কিন্তু তা এরাজ্যে তেমনটা হচ্ছে না। কারণটাও জানিয়ে দেন মোদী। শিলিগুড়ির সভায় দাঁড়িয়ে তাঁর মন্তব্য, গরীবি শেষ হলে দিদির রাজনীতিও যে খতম হয়ে যাবে। আর সেটা বুঝতে পেরেই উন্নয়নের রথকে স্পিড ব্রেকারে আটকে দিচ্ছেন মমতা, বলে অভিযোগ নরেন্দ্র মোদীর। তাঁর মন্তব্য, দিদির নৌকা ডুবতে বসেছে।
বালাকোট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মোদী। এদিন বিজেপি প্রার্থীদের জেতানোর আবেদন করে মোদী বলেন, উত্তরবঙ্গের চা বাগান থেকে অনুপ্রবেশ, সব সমস্যার সমাধান করবে চৌকিদার। তাই বিজেপিকেই ঢেলে ভোট দিতে আহ্বান জানান তিনি।