দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপর নির্মিত ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই, ঘোষণা হয়ে গেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপর ছবি বানানোর পরিকল্পনা। তবে পরিকল্পনা বললে ভুল হবে, কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং পর্ব। ছবির নাম ‘মাই নেম ইস রাগা’। ছবিটি পরিচালনা করছেন রুপেশ পল। ছবির চিত্রনাট্যও তাঁরই লেখা। শনিবার প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক বা টিজার।
পরিচালক জানিয়েছেন, রাহুলকে বড় করে দেখানোর জন্য বা তাঁর প্রচার করা জন্য তিনি এই ছবি বানাচ্ছেন না। তাঁর কথায়, ছবিটি এমন এক তরুণ রাজনীতিককে নিয়ে যাঁকে নানাভাবে আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। নির্ভয়ভাবে যাঁদের হারের ও ব্যর্থতার মুখোমুখি হওয়ার সাহস আচ্ছে তাঁরা এই ছবির গল্পের সঙ্গে একাত্ম বোধ করতে পারে বলে দাবি পরিচালকের। সব কিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিল মাসে, দেশে লোকসভা ভোট চলাকালীন সময়েই মুক্তি পেতে পারে ছবিটি। বলিউডে এখন নয়া ট্রেন্ড শুরু হয়েছে নামী রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ছবি করার। মনমোহনের উপর ছবি মুক্তি পাওয়া ছাড়াও ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও একটি ছবি তৈরির খবর প্রকাশ্যে এসেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রয়াত বালা সাহেব ঠাকরের উপর নির্মিত নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ছবি ঠাকরে’ও।
Comments are closed.