দমছেন না রাহুল, রাফালে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি, কংগ্রেসকে পাল্টা কটাক্ষ অমিত শাহের

 রাফাল রিভিউ পিটিশন খারিজ হলেও কেন্দ্রের বিজেপি সরকারে বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার রাস্তা খোলাই থাকছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম যোসেফের সই সংবলিত রায় তেমনই বলছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পিটিশন খারিজ হওয়ার পর এদিন দুপুরে একটি ট্যুইটে রাহুল লেখেন, সুপ্রিম কোর্টের বিচারপতি যোসেফ রাফাল দুর্নীতির তদন্তের দরজা খুলে দিলেন। রাফাল দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন করা উচিত। শেষে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘বিজেপি লাইস অন রাফাল’ অর্থাৎ রাফাল নিয়ে বিজেপি মিথ্যে বলছে।
এদিকে রাফাল পুনর্বিবেচনা মামলা খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটে বিরোধীদের কটাক্ষ করে লেখেন, এখন প্রমাণিত হল রাফাল নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল ভিত্তিহীন। তাঁরা সংসদে এ নিয়ে সময় নষ্ট না করে দেশের মানুষের কল্যাণকর কাজে মন দিতে পারতেন। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর কংগ্রেস নেতাদের দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।

Comments are closed.