ভেঙে পড়েছে হুগলির শ্রীরামপুর স্টেশনের সাবওয়ের টিনের সেড। ঘটনায় কেউ হতাহত না হলেও বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল। চরম দুর্ভোগ যাত্রীদের। বৃহস্পতিবার রাতে হঠাৎ টিনের শেডটি ভেঙে পড়ে।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা শ্রীরামপুর ষ্টেশনের সাবওয়ের। একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। পাশাপাশি ওই পথের দেওয়াল ও ছাদের অবস্থাও খারাপ। এই অবস্থায় যাত্রীরা বারবার অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। এরমধ্যে বৃহস্পতিবার রাতে ছাদের চাঙর ভেঙে পরে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙা অংশ দ্রুত সারিয়ে ফেলা হবে। স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, শীতের জন্য নিত্যযাত্রীদের সংখ্যা কম ছিল। তাই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
হাওড়া-বর্ধমান মেইন লাইনের মধ্যে শ্রীরামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন কয়েক হাজার লোক এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। প্ল্যাটফর্মে যাওয়ার জন্য বা রেল লাইন পার হওয়ার জন্য সাবওয়ে ব্যবহার করতে হয় যাত্রীদের। তাই সাবওয়ে বন্ধ থাকলে যাত্রীদের চরম দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন রেলের আধিকারিকরা।
বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর শুক্রবার সারাদিন যানজট দেখা দিয়েছে এলাকায়। রেল যাত্রীদের দাবি, সাবওয়ে ঠিক না হলে এবার আন্দোলনে নামা হবে।
Comments are closed.