Netflix এ অংশ নিতে চলেছে সত্যজিৎ রায়ের Anthology ভিত্তিক গল্প ‘Ray’
ভারতীয় সিনেমা জগতে ইতিহাস গড়ার পথে ‘Ray’।
সত্যজিৎ রায়ের anthology ভিত্তিক গল্প ‘Ray’ অংশ নিতে চলেছে নেটফ্লিক্স পরিবারে। বৃহস্পতিবার মনোজ বাজপাই অভিনীত Ray ওয়েব সিরিজের ফাস্ট লুক মুক্তি পায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। মনোজ বাজপাই ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে গাজরাজ রাঁও, আলি ফাজালের মতো প্রথম সারির তারকাদের।
সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নির্মিত Ray এ অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করে গাজরাজ রাঁও টুইট করে লেখেন, “Excited to be a part of Ray – an anthology of four passionately curated stories. Vastly varying in genres, these stories penned and inspired by Satyajit Ray, are full of thrills and a strong emotional core keeping you completely hooked till the end.” সত্যজিৎ রায়ের গল্প কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত গাজরাজ।
Excited to be a part of Ray – an anthology of four passionately curated stories. Vastly varying in genres, these stories penned and inspired by Satyajit Ray, are full of thrills and a strong emotional core keeping you completely hooked till the end. @NetflixIndia pic.twitter.com/BhKcHW5iCg
— Gajraj Rao (@raogajraj) March 3, 2021
ভারতীয় সিনেমা জগতে ইতিহাস গড়ার পথে ‘Ray’। যদিও Ray এ অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। তবে, ইতিমধ্যেই ওয়েব সিরিজ প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ১৯৯২ এ সত্যজিৎ রায় “পথের পাঁচালী” র জন্য ভারতের সম্মানের ঝুলিতে এনে দিয়েছিলেন অস্কার। সত্যজিৎ রায়ের মৃত্যুর পর তাঁর লেখা বহু গল্পের উপর জাতীয় স্তরে সিনেমা হয়। তারপর প্রায় দুই দশক কেটে গেছে। ফের বিশ্বের দরবারে আসতে চলেছে কালজয়ী পরিচালক সত্যজিৎ বাবুর গল্প।
Comments are closed.