ন’বছর পরে প্রেসিডেন্সির ছাত্র সংসদে জিতল এসএফআই

দীর্ঘ ন’বছর পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করল এসএফআই। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যনিবাহী পদেই জয়লাভ করেছে তারা। পাশাপাশি ১১৬ টি ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদের মধ্যে ৫৮ টির দখল নিয়েছে এসএফআই।

আড়াই বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হল বৃহস্পতিবার। ওই দিন সকাল থেকে ভোটগ্রহণ হয়ে সন্ধের মধ্যেই ফল প্রকাশ শুরু হয়। ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং গার্লস কমন রুমের প্রতিনিধি পদে জয়লাভ করেছে এসএফআই। সভাপতি পদে ১০৮৫ টি, সহ সভাপতি পদে ৯৯৯ টি, সাধারণ সম্পাদক পদে ৮৪০, সহ-সম্পাদক পদে ৯১৯ এবং গার্লস কমন রুমের প্রতিনিধি পদে ৪১১ টি ভোট পেয়েছে তারা। পাশাপাশি শ্রেণি-প্রতিনিধি নির্বাচনেও সর্বাধিক ৫৮ টি আসন পেয়েছে এসএফআই। তাদের পরে ৪৭ টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইনডিপেন্ডেন্ট কনসোলিডেশন (আইসি)।
সম্প্রতি দিল্লির জেএনইউ এবং হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলি জোট করেই ছাত্র সংসদ গঠন করেছে। সেই সূত্র ধরে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তাঁরা বামপন্থী আইসা, এআইএসএফ-কে তাঁদের সঙ্গে আসতে আহ্বান জানাচ্ছেন। প্রেসিডেন্সিতে এসএফআইয়ের জয়ে অভিনন্দন জানান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

 

Comments are closed.