সিপিএম নেতাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রিশেখর দানা। হাতে থাকছে ফুল, মিষ্টি। মঙ্গলবার সন্ধ্যায় এই ছবি দেখা যেতেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরী হয়েছে। যদিও দুপক্ষই এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছে।
ঘটনা মঙ্গলবার সন্ধেবেলার। ফুল ও মিষ্টি নিয়ে বাঁকুড়ার কমরার মাঠ এলাকায় প্রবীণ সিপিএম নেতা কিঙ্কর প্রসাদের বাড়িতে হাজির হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রিশেখর দানা। এরপর তিনি সেখান থেকে যান আরেক সিপিএম নেতার বাড়ি। বাঁকুড়া পুরসভার সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেত্রী শিউলী মিদ্যার বাড়িতেও দেখা যান বিজেপি বিধায়ককে।
৪ ডিসেম্বর বাঁকুড়ায় একটি সভা থেকে প্রাক্তন সাংসদ ও প্রবীণ সিপিএম নেতা বাসুদেব আচারিয়ার প্রশংসা শোনা গিয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। এর কয়েকদিন পরেই বাঁকুড়ায় সিপিএম নেতাদের বাড়িতে গেলেন বিজেপির বিধায়ক নিলাদ্রি শেখর দানা।
কলকাতা ছাড়া বাকি জেলার পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী পুরসভার প্রশাসকদেরর সব দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। বলেছেন, খুব শীঘ্রই বাকি পুরসভাগুলির ভোট হয়ে যাবে। তবে বাঁকুড়া জেলায় ভোটের প্রস্তুতি তুঙ্গে। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং, মিছিল শুরু হয়েছে বাঁকুড়া শহরে। এরমধ্যেই বিজেপি বিধায়কের সিপিএম নেতাদের বাড়িতে যাওয়া নিয়ে নতুন করে জল্পনা তৈরী করেছে।
Comments are closed.