রাজীব ব্যানার্জিকে ফের আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির

রাজীব ব্যানার্জিকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। রাজীব ব্যানার্জির তৃণমূলে ঘরওয়াপসি কিছুতেই মেনে নিতে পারছেন না শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ। একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারা এখন আবার ফিরে আসছে। এরপরেই তিনি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে বলেন, শুভেন্দু ভাই রাগ করিস না। বিজেপিতে চলে যাওয়ার পর রাগ করে অনেক কথা বলেছিলাম। আবার কোনওদিন তুই দলে চলে আসবি তারপর আমার থেকে বেশি কাছের মানুষ হয়ে যাবি।

রবিবারই ভুল স্বীকার করে তৃণমূলে ঘরওয়াপসি করেন রাজীব ব্যানার্জি। আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে ফিরে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঘরওয়াপসি হয়েই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেকের প্রশংসা শোনা যায় রাজীবের গলায়। আর রাজীব তৃণমূলে ফিরতেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের সাংসদ রণংদেহী মেজাজে আক্রমণ করেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে। রাজীবকে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন কল্যাণ ব্যানার্জি। বলেন, ‘টপ টু বটম করাপ্টেড’। এমনকি সুনীল গাঙ্গুলীর কবিতা ‘কেউ কথা রাখেনি’র লাইন তুলে ধরে শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বর্ষীয়াণ তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নিয়ে তিনি বলেন, মমতাদি নির্বাচনের মিটিংয়ের সময় বলেছিলেন, রাজীবের ৩-৪টে বাড়ি আছে গড়িয়াহাটে। তাঁর টাকার লেনদেন চলছিল দুবাইয়ে। তা সত্ত্বেও কেন তাঁকে দলে নেওয়া হল তা শীর্ষ নেতৃত্বই বলতে পারবে।

এরপর মঙ্গলবার ফের রাজীব ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আক্রমণ করেন কল্যাণ ব্যানার্জি।

Comments are closed.