লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, দল যা দায়িত্ব দেবে পালন করব, জানালেন বহরমপুরের সাংসদ

লোকসভায় কংগ্রেসের নেতা হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বিরোধী বেঞ্চে থাকা অবস্থায় এই প্রথম কোনও বাঙালি সাংসদ লোকসভায় কংগ্রেসের নেতা মনোনীত হলেন।
লোকসভা ভোটে কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের হারের পর, সংসদে দলের নেতা কে হবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। প্রথমে দলীয় বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই লোকসভায় নেতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাহুল রাজি হননি। এদিকে সোমবার লোকসভা অধিবেশন শুরু হয়ে যাওয়ায়, তড়িঘড়ি লোকসভার নেতা বাছতে বসেন কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর লোকসভার সচিবালয়ে চিঠি দিয়ে কংগ্রেস জানিয়ে দেয়, অধীর রঞ্জন চৌধুরীই তাদের লোকসভার দলনেতা।
অধীর চৌধুরী ছাড়া লোকসভায় দলের নেতা হিসেবে কেরলের কংগ্রেস নেতা কে সুরেশ, কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারি ও তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরের নামও উঠে এসেছিল। শেষ পর্যন্ত নির্বাচিত ৫২ জন সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি সংসদীয় অভিজ্ঞতা সম্পন্ন অধীর চৌধুরীর ওপরই আস্থা রাখল কংগ্রেস। বহরমপুর লোকসভা আসন থেকে টানা পাঁচবার নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে লোকসভায় বারবার সরব হয়েছেন তিনি।
এর আগে লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে একমাত্র বাঙালি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তখন অবশ্য কেন্দ্রে শাসকের ভূমিকায় ছিল কংগ্রেস।

Comments are closed.