মেঘালয় ও অরুনাচলে আস্ফপা প্রত্যাহার কেন্দ্রের।

মেঘালয়ে এবং অরুনাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ‘আর্মড ফোর্স স্পেশাল প্রোটেকশান অ্যাক্ট (আস্ফপা)’ প্রত্যাহার করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গতবছর সেপ্টেম্বর থেকে মেঘালয়ের ৪০ শতাংশ এলাকা আফস্পার অধীনে ছিল। পাশাপাশি, অরুনাচল প্রদেশের ১৬ টি থানা থেকে কমিয়ে এখন কেবল ৮ টি থানায় আফস্পা বহাল রাখা হল। সোমবার কেন্দ্রীয় গৃহমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,’গত চার বছরে প্রায় ৬৩ শতাংশ নাশকতার ঘটনা কমেছে। নাশকতা থেকে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাও প্রায় ৮৩ শতাংশের মতো হ্রাস পেয়েছে। পাশাপাশি নাশকতা বিরোধী অভিযানে সেনা জওয়ানদের মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশের মতো কমেছে’। উত্তরপূর্বের প্রায় এক থেকে চার লক্ষ বিচ্ছিন্নতাবাদীকে সমাজের মূলস্রোতে ফেরাতে কেন্দ্র যে নীতি গ্রহণ করেছে তা গত ১ এপ্রিল থেকে চালু হয়েছে । উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিদেশি পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তাও এবার শিথিল করল কেন্দ্র। তবে চিন, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Leave A Reply

Your email address will not be published.