BJP ছাড়লেন কোচবিহারের ভূষণ সিংহ, ৪ হেভিওয়েটকে গ্রেফতারির প্রতিবাদে দল ত্যাগ

এর আগে একই কারণে প্রতিবাদ করে বিজেপি ছাড়েন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস

রাজ্যের চার হেভিওয়েট নেতার গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে দল ছাড়লেন কোচবিহারের বিজেপি নেতা ভূষণ সিংহ। কোচবিহার পুরসভার প্রাক্তন পুরপিতা শুক্রবারই পদত্যাগপত্র দলকে পাঠিয়ে দিয়েছেন।

এর আগে একই কারণে প্রতিবাদ করে বিজেপি ছাড়েন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

সোমবার সাতসকালে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন মেয়রকে নারদা মামলায় গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়।

শুক্রবার জানা গেল ফিরহাদ, সুব্রত মুখার্জিদের গ্রেফতারির প্রতিবাদে বিজেপি ছেড়েছেন ভূষণ সিংহ। বিধানসভা ভোটের আগে ভূষণ সিংহ দলবল নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন। ভোটের ফল প্রকাশের একমাস পেরোতে না পেরোতেই দল ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ ভূষণ সিংহ।

বিজেপি ত্যাগ প্রসঙ্গে জানান, শুভেন্দু অধিকারীর কথা শুনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে উন্নয়ন বাড়বে এই আশা নিয়ে বিজেপিতে গিয়েছিলাম। কিন্তু বিজেপির এই ঘৃণ্য রাজনীতি আমায় দল ছাড়তে বাধ্য করল।

বিজেপি তো ছাড়লেন কিন্তু ভূষণ সিংহের তৃণমূলে ফেরা কতটা সহজ হবে তা বলা যাচ্ছে না।

Comments are closed.