বাহিনীর উপর হামলায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের CISF এর

এর আগে শীতলকুচিকাণ্ডে নিহত হামিদুল হকের ভাই CISF এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানায়

চতুর্থ দফায় শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোট চলাকালীন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় গোলমাল পাকানো এবং নিরাপত্তাকর্মীদের উপর হামলার অভিযোগ দায়ের করল CISF.

শীতলকুচির ১২৬ নং বুথে চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন ভোটাদের উপর গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় নিহত হন ৪ জন। ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। শীতলকুচি নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় ইতিমধ্যেই ৪৮ ঘণ্টার জন্য ব্যান হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। নোটিস পেয়েছেন দিলীপ ঘোষ।

এর আগে শীতলকুচিকাণ্ডে নিহত হামিদুল হকের ভাই CISF এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানায়। এবার অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করল CISF।

জানা গিয়েছে, কমিশন কেন্দ্রীয় বাহিনীর কাছে গুলি চালনার জবাব চেয়ে পাঠায়। কেন্দ্রীয় বাহিনী উত্তরে জানায়, আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিলেন জওয়ানরা।

নির্বাচন কমিশনের আধিকারিকরা শীতলকুচির ঘটনা নিয়ে তদন্ত করতে বুথের সিসিটিভি ফুটেজের আবেদন করেছেন। এছাড়াও বুথে উপস্থিত পোলিং এজেন্টদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার শীতলকুচি নিয়ে মমতা ব্যানার্জি রানাঘাটের জনসভায় জানিয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়েছিলেন সেই CISF সদস্যদের নাম তিনি পেয়ে গিয়েছেন। ২ তারিখের পর সিআইডি তদন্তে সব বেরিয়ে আসবে বলেও দাবি করেছেন মমতা ব্যানার্জি।

Comments are closed.