কলেজে ভর্তির নিয়মে আসছে বড়সড় বদল; জানুন আবেদনের নতুন পদ্ধতি 

কলেজে ভর্তির নিয়মে বড়সড় বদলের কথা জানাল শিক্ষা দফতর। সম্প্রতি মন্ত্রী সভার বৈঠকে নতুন নিয়মের ছাড়পত্র মিলেছে বলেও খবর। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়াটি সম্পুর্ণ হবে। একটি পোর্টালে গিয়েই ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।

এতদিন পর্যন্ত বিভিন্ন কলেজে গিয়ে লাইনে দাঁড়িয়ে বা যে কলেজে পড়ুয়ার ভর্তি হতে চান সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হত। এবার সেই প্রক্রিয়াতেই বদল আসছে। এবার একটি পোর্টালে গিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয় মধ্যে থেকে পছন্দসই বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা কলেজে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এবং এই আবেদন প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয় ভাবেই একটি মাত্র মেধা তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা অনুযায়ী কলেজ বাছাই করে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কলেজ ভর্তির প্রক্রিয়াটির কেন্দ্রীয়করণ করার পরিকল্পনা ছিল শিক্ষা দফতরের। তবে নানান কারণে তা হয়ে ওঠেনি। ২০২২ সালেও এটি বাস্তবায়ন করার তোড়জোড় শুরু হয়ে ছিল। তবে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন প্রক্রিয়ায় কলেজগুলোতে ভর্তি শুরু হবে।

Comments are closed.