ছত্তিশগড়ের সুকমায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ মাওবাদীর মৃত্যু

ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোমবার ভোরে তল্লাশি চালানোর সময় কোন্টা এবং গোলাপল্লি থানার সীমানাবর্তী এলাকায় মাওবাদীদের সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে। তাতে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে তাঁদের মৃতদেহ। জঙ্গল থেকে মাওবাদীদের ব্যবহার করা ১৬ টি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বাহিনীর কারও হতাহতের খবর মেলেনি। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এদিন ভোরে কোন্টা থানা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। মাত্র কয়েকদিন আগেই ১৯ জুলাই দান্তেওয়াড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮ জন মাওবাদীর মৃত্যুর খবর মিলেছিল। তার কিছুদিনের মধ্যেই এদিনের অপারেশনকে বড়সড় সাফল্য বলে দাবি করছে ছত্তিশগড় পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.