কাঠুয়ায় নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে গুগল, ফেসবুক, ট্যুইটারকে সমন দিল্লি হাইকোর্টের

কাঠুয়া গণধর্ষণ ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশের জন্য গুগল, ফেসবুক এবং ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিরুদ্ধে নোটিশ পাঠালো দিল্লি হাইকোর্ট। শুক্রবার গুগল, ফেসবুকের মতো সোশ্যাল সাইটসগুলোর ভারতীয় কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২৯ মে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগেও কাঠুয়ার ধর্ষিতা নাবালিকার  নাম প্রকাশ করে সম্প্রচারের অভিযোগে গত ১৩ এপ্রিল একাধিক টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে ১০ লাখ টাকার জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি শুক্রবার হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে যদি কেউ বা কোনও সংস্থার পক্ষ থেকে ধর্ষিতা নাবালিকার নাম প্রকাশ করা হয়, তবে ছয় মাসের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

Leave A Reply

Your email address will not be published.