ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সুপারিশ, নোবেল কমিটিকে চিঠি ১৮ রিপাবলিকান সদস্যের

নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করা হল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম। বুধবার এই মর্মে আবেদন জানিয়ে নোবেল কমিটির প্রধান রেইস অ্যান্ডারসেনকে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশ থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য ল্যুক মেসার। তাঁর পাঠানো এই চিঠিতে সাক্ষর করেছেন মার্কিন কংগ্রেসের আরও ১৭ জন রিপাবলিকান সদস্য। চিঠিতে বলা হয়েছে, যাবতীয় বিবাদ সরিয়ে রেখে সম্প্রতি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে আলোচনা শুরু হয়েছে এবং উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ রাখার যে সিদ্ধান্ত সম্প্রতি নিয়েছে তাতে বিশেষ ভূমিকা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের এই ভূমিকার জন্যই তাঁকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা উচিত বলে মনে করছেন চিঠি প্রেরণকারী রিপাবলিকান সদস্যরা।

উল্লেখ্য, কোরিয়ান যুদ্ধের দীর্ঘ প্রায় ছয় দশক পর গত শুক্রবার প্রথমবারের জন্য আলোচনায় বসেছিলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র প্রধানরা। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জেই ইন সেদিনের বৈঠকে, যাবতীয় বিবাদ ভুলে কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সহমত হন। পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়েও কথা হয় দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধানের মধ্যে। গত জানুয়ারি মাসে এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার যে সম্ভবনা তৈরি হয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভূমিকা রয়েছে। দক্ষিণ কোরিয়া মনে করে মার্কিন চাপেই আলোচনায় বসতে রাজি হয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিও। ক্যাবিনেট বৈঠকে এমনই মত পোষণ করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.