বিজেপির হয়ে লোকসভায় প্রার্থী গৌতম গম্ভীর? জল্পনা জোরালো

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের প্রধান কুশীলব ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে দেশে-বিদেশে রয়েছে বহু কীর্তি। আইপিএলেও নাইটদের চ্যাম্পিয়ন করেছিলেন। গত বছর ডিসেম্বরে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গৌতম গম্ভীর। এবার কি তিনি রাজনীতির ময়দানে? সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন গৌতম গম্ভীর। তবে এ বিষয়ে গম্ভীরের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে, নয়া দিল্লি কেন্দ্র থেকেই পদ্ম প্রতীকে দাঁড়াতে পারেন সদ্য পদ্মশ্রী পাওয়া প্রাক্তন জাতীয় অধিনায়ক। এই কেন্দ্রেরই রাজিন্দর নগরে বাড়ি গম্ভীরের। নয়া দিল্লি লোকসভা কেন্দ্র থেকে আগেবার জিতেছিলেন বিজেপিরই হাই প্রোফাইল নেত্রী মীনাক্ষি লেখি। এবার গৌতম গম্ভীর সেই আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে লেখিকে অন্য আসন দেওয়া হবে বলে বিজেপিতে গুঞ্জন।

সোশ্যাল মিডিয়ায় সমসাময়িক রাজনীতি এবং ঘটনাপ্রবাহ নিয়ে গম্ভীর বরাবরই স্পষ্ট বক্তব্য রাখেন। সেখান থেকেই তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা শুরু। পুলওয়ামা হামলার পর নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও সম্প্রতি ঘোষণা করেছেন ৩৭ বছর বয়সী নাইটদের প্রাক্তন ক্যাপ্টেন। পাশাপাশি গত লোকসভা ভোটে দিল্লির রাজনীতিবিদ অরুণ জেটলির হয়ে অমৃতসরে প্রচার করতেও গিয়েছিলেন গৌতম গম্ভীর। জেটলির সঙ্গে তাঁর সখ্য আজকের নয়। সবমিলিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁর রাজনীতিতে সম্ভাব্য প্রবেশ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, এই খবরের পর তা আরও গতি পাবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Comments are closed.