স্বাধীন ভারতে প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু, নাথুরাম গডসেঃ কমল হাসান

স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের উদাহরণ দিয়ে এভাবেই হিন্দুত্ববাদীদের আক্রমণ করলেন কমল হাসান। অভিনেতা এবং বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়া কমল হাসানের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
রবিবার তামিলনাডুর আরাভাকুরিচি আসনে নির্বাচনী প্রচারে মক্কাল নিধি মইয়ান (এমএনএম) প্রধান কমল হাসান মন্তব্য করেন, এটি মুসলিম এলাকা বলে আমি এ কথা বলছি না, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে, যিনি গান্ধীজিকে হত্যা করেছিলেন।
প্রায় দু’বছর আগে রাজনীতিতে যোগ দেন কমল হাসান। নিজেই তৈরি করেন এমএনএম। এবার তামিলনাড়ুর ৩৯ টি লোকসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে তাঁর দল। দীর্ঘদন ধরেই বিজেপির বিরোধিতা করছেন কমল হাসান। আগামী ১৯ শে মে আরাভাকুরিচি আসনে বিধানসভার উপনির্বাচন রয়েছে। সেই ভোটে নিজের দলের প্রার্থীর প্রচারে এই মন্তব্য করেন কমল হাসান।

Comments are closed.