চট্টগ্রামে খুনের দুই আসামীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, রবিবার পাঠানো হল বাংলাদেশে।

বাংলাদেশের চট্টগ্রামে খুনের মামলার দুই আসামীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম মহম্মদ মহিনুদ্দিন এবং মহম্মদ আলকাসুর রহমান। বাংলাদেশ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেই দেশের এই দুই কুখ্যাত দুষ্কৃতীকে দু’দিন আগে ফ্রি-স্কুল স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। রবিবার এই দুই দুষ্কৃতীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

মহম্মদ মহিনুদ্দিন

 

মহম্মদ আলকাসুর রহমান

সূত্রের খবর, ১৮ জুন চট্টগ্রামে চকবাজার থানা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ মহিনুদ্দিন এবং মহম্মদ আলকাসুর রহমান নামে দুই দুষ্কৃতী যুক্ত এবং তারা ৪-৫ দিন আগে পশ্চিমবঙ্গে ঢুকেছে বলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয় এ’দেশের প্রশাসনকে। তাদের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশের এসটিএফ। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে এসটিএফ মধ্য কলকাতার ফ্রি-স্কুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

Leave A Reply

Your email address will not be published.