শিরে সংক্রান্তি! ফের ৫০ টাকা বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম

একে করোনা, অন্যদিকে নিত্যপণ্য অগ্নিমূল্য। তার মাঝেই এবার বিষফোঁড়া হতে চলেছে গ্যাসের দাম। ২ সপ্তাহের মধ্যে ১০০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম বেড়েছে। যার জেরে কার্যত মাথায় হাত পড়েছে আমজনতার। করোনার মাঝে চাকরি হারিয়ে ঘরে বসে গেছেন বহু মানুষ, তার মধ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে আনাজপত্রের। আলু, ডিম, পেঁয়াজের পাশাপাশি বেড়েছে মরসুমি সবজির দামও।
আর এবার ফের বাড়ল গ্যাসের দাম। এর আগে কলকাতায় ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। আর এখন ১৯ কেজি এলপিজির দাম বেড়ে হয়েছে ১৩৮৭ টাকা ৫০ পয়সা। গত জুলাই মাসে বেড়েছিল ৪ টাকা আর ২ ডিসেম্বর বেড়েছে প্রায় ৫০ টাকা। সব মিলিয়ে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে মন্দা বাজারে অশনি সংকেত দেখছেন প্রত্যেক আমজনতা।

Comments are closed.