মমতা ব্যানার্জিকে রোম সফরের অনুমতি দিলনা কেন্দ্র, একটি আন্তর্জাতিক সম্মেলনে ডাক পান বাংলার মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোম সফরের অনুমতি দিলনা কেন্দ্র সরকার। নবান্নে চিঠি দিয়ে বিদেশমন্ত্রকের এক যুগ্মসচিব একথা জানিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, এই অনুষ্ঠানের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ সামঞ্জস্যপূর্ণ নয়।

অগাস্ট মাসে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে ডাক পান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজসেবায় অবদানের জন্য মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানায় রোমের একটি সমাজসেবামূলক সংগঠন। অক্টোবর মাসের ৬ এবং ৭ তারিখে এই সম্মেলন হওয়ার কথা ছিল। ভবানীপুর ভোটের পর সম্মেলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মমতা ব্যানার্জি। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলকেও। আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানানো হয় তৃণমূল নেত্রীকে। সংগঠনের সভাপতি আমন্ত্রপত্রে লিখেছিলেন, গত দশ বছর ধরে সামাজিক এবং শান্তির জন্য একটানা কাজ করে ভোটে জয়লাভ করার জন্য অভিনন্দন৷ গোটা বিশ্বের প্রায় পাঁচশো জন জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং ধর্মগুরুরা এই সম্মেলনে উপস্থিত থাকেন বলে সংগঠনের আমন্ত্রণ পত্রে জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রের তরফে চিঠি দিয়ে রোমে যাওয়ার অনুমতি দেওয়া হলনা মমতা ব্যানার্জিকে।

Comments are closed.