পুলিশের গুলিতে ১৩ জন মৃত্যুর জের, স্টারলাইট প্ল্যান্ট বন্ধের নির্দেশ তামিলনাড়ু সরকারের

অবশেষে পিছু হটল তামিলনাড়ু সরকার। তবে ১৩ জন প্রতিবাদীর মৃত্যুর পর। সোমবার তুতিকোরিনে বেদান্ত গোষ্ঠীর ‘স্টার লাইট’ প্ল্যান্ট বন্ধের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। এদিন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী পনিরসেলভম জানিয়েছেন, জনগনের দাবি মেনে এই প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে এদিন জানিয়ে দিয়েছেন, স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই খনি প্রকল্পের কাজ।
গত ২২মে এই স্টার লাইট প্রকল্পের বিরোধিতায় উত্তল হয়ে উঠেছিল তুতিকোরিনের প্রকল্প সংলগ্ন অঞ্চল। পুলিশের ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন আন্দোলনকারী।

Leave A Reply

Your email address will not be published.