এবার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টারের মতো অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের ভাবনা কেন্দ্রের

এবার কি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা হটস্টারের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের ওপর নিয়ন্ত্রণ জারি করতে চলেছে কেন্দ্র? কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বক্তব্যে তেমনই আভাস পাওয়া গেল বৃহস্পতিবার।
বড় পর্দা বা টেলিভিশনেই এখন আর বিনোদন দুনিয়া আটকে নেই। ওয়েব সিরিজের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিংও এখন বিনোদনের অন্যতম উৎস হয়ে উঠেছে। তাই প্রয়োজনে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়েও রেগুলেশন আনবে কেন্দ্র সরকার, জানালেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর।
বৃহস্পতিবার দিল্লির জাগরণ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ জাভড়েকর বলেন, নেটফ্লিক্স বা হটস্টারের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের বিষয়বস্তু নিয়ে কেন্দ্রীয় সরকার অবগত। প্রয়োজনে নেটফ্লিক্স বা হটস্টারের মতো অনলাইন প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ন্ত্রণের কথাও ভাবা হবে বলে জানান কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী। তবে সব সিদ্ধান্ত সংশ্লিষ্ট অনলাইন সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। সিনেমার মতো অনলাইন কনটেন্টে সেন্সর বোর্ড না থাকায় তা যথেষ্টই চিন্তার বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। নেটফ্লিক্সের মতো অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত সিনেমা দেখানো হয় তা নিয়ে নতুন ভাবনা-চিন্তা চলছে বলে জানান প্রকাশ জাভড়েকর। এই নিয়ে আলোচনারও প্রয়োজন আছে বলে মনে করেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী। তাঁর কথায়, সিনেমা হল জনগণের মাধ্যম এবং ভবিষ্যতেও তা থাকবে। বলিউডের বিখ্যাত সিনেমা পরিচালক ও অভিনেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মানুষের ওপর বিশাল প্রভাব রয়েছে সিনেমার। তাই কী দেখানো হবে এবং কী হবে না, তা নিয়ে একটা মাপকাঠি থাকা দরকার বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

Comments are closed.